“বিতাড়িত শয়তান হতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে আরম্ভ করছি।”
|
নং | আয়াত | সূরা |
1 | আর অবশ্যই আমার প্রেরিত ফেরেশতারা ইব্রাহীমেরে কাছে সুসংবাদ নিয়ে এসেছিল তারা বলল সালাম, তিনিও বললেন- |
(হুদ: আয়াতঃ ৬৯) |
2 | এবং যারা বিশ্বাস স্থাপণ করে এবং সৎকর্ম সম্পাদন করে তাদেরকে এমন উদ্যানে প্রবেশ করানো হবে, যার পাদদেশ দিয়ে নির্ঝরিনী সমূহ প্রবাহিত হবে তারা তাতে পালনকর্তার নির্দেশে অনন্তকাল থাকবে। যেখানে তাদের সম্ভাষণ হবে |
(ইব্রাহীম: আয়াতঃ ২৩) |
3 | যখন তারা তাঁর গৃহে আগমন করল এবং বললঃ |
(হিজর: আয়াতঃ ৫২) |
4 | রহমান-এর বান্দা তারাই, যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে এবং তাদের সাথে যখন মুর্খরা কথা বলতে থাকে, তখন তারা বলে, |
(আল-ফুরকান: আয়াতঃ ৬৩) |
5 | তারা যখন অবাঞ্চিত বাজে কথাবার্তা শ্রবণ করে, তখন তা থেকে মুখ ফিরিয়ে নেয় এবং বলে, আমাদের জন্যে আমাদের কাজ এবং তোমাদের জন্যে তোমাদের কাজ। তোমাদের প্রতি |
(আল কাসাস: আয়াতঃ ৫৫) |
6 | যেদিন আল্লাহর সাথে মিলিত হবে; সেদিন তাদের অভিবাদন হবে |
(আল আহযাব: আয়াতঃ ৪৪) |
7 | করুণাময় পালনকর্তার পক্ষ থেকে তাদেরকে বলা হবে |
(ইয়াসীন: আয়াতঃ ৫৮) |
8 | যখন তারা তাঁর কাছে উপস্থিত হয়ে বললঃ সালাম, তখন সে বললঃ |
(আয-যারিয়াত: আয়াতঃ ২৫) |
9 | কিন্তু শুনবে সালাম আর |
(আল ওয়াক্বিয়া: আয়াতঃ ২৬) |
10 | তবে তাকে বলা হবেঃ তোমার জন্যে ডানপার্শ্বসস্থদের পক্ষ থেকে |
(আল ওয়াক্বিয়া: আয়াতঃ ৯১) |