1 |
অতঃপর যখন শিংগায় ফুৎকার দেয়া হবে, সেদিন তাদের পারস্পরিক আত্নীয়তার বন্ধন থাকবে না এবং একে অপরকে জিজ্ঞাসাবাদ করবে না। Then when the Trumpet is blown, there will be no more relationships between them that Day, nor will one ask after another! |
(আল মু'মিনূন: আয়াতঃ ১০১) |
2 |
শিংগায় ফুঁক দেয়া হবে, তখনই তারা কবর থেকে তাদের পালনকর্তার দিকে ছুটে চলবে। The trumpet shall be sounded, when behold! from the sepulchres (men) will rush forth to their Lord! |
(ইয়াসীন: আয়াতঃ ৫১) |
3 |
শিংগায় ফুঁক দেয়া হবে, ফলে আসমান ও যমীনে যারা আছে সবাই বেহুঁশ হয়ে যাবে, তবে আল্লাহ যাকে ইচ্ছা করেন। অতঃপর আবার শিংগায় ফুঁক দেয়া হবে, তৎক্ষণাৎ তারা দন্ডায়মান হয়ে দেখতে থাকবে। The Trumpet will (just) be sounded, when all that are in the heavens and on earth will swoon, except such as it will please Allah (to exempt). Then will a second one be sounded, when, behold, they will be standing and looking on! |
(আল-যুমার: আয়াতঃ ৬৮) |
4 |
যখন শিংগায় ফুৎকার দেয়া হবে-একটি মাত্র ফুৎকার Then, when one blast is sounded on the Trumpet, |
(আল হাক্বক্বাহ: আয়াতঃ ১৩) |
5 |
যেদিন শিংগায় ফুঁক দেয়া হবে; Finally, when the Trumpet is sounded, |
(আল মুদ্দাসসির: আয়াতঃ ৮) |
6 |
যেদিন শিংগায় ফুঁক দেয়া হবে, তখন তোমরা দলে দলে সমাগত হবে। The Day that the Trumpet shall be sounded, and ye shall come forth in crowds; |
(আন-নাবা: আয়াতঃ ১৮) |