“বিতাড়িত শয়তান হতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে আরম্ভ করছি।”
|
নং | আয়াত | সূরা |
1 | অতঃপর আল্লাহর প্রতি যারা মিথ্যা আরোপ করেছে, তারাই যালেম সীমা |
(আল ইমরান: আয়াতঃ ৯৪) |
2 | তারা মর্যাদা দেয় না কোন মুসলমানের ক্ষেত্রে আত্নীয়তার, আর না অঙ্গীকারের। আর তারাই সীমা |
(আত তাওবাহ: আয়াতঃ ১০) |
3 | হে ঈমানদারগণ! তোমরা স্বীয় পিতা ও ভাইদের অভিভাবকরূপে গ্রহণ করো না, যদি তারা ঈমান অপেক্ষা কুফরকে ভালবাসে। আর তোমাদের যারা তাদের অভিভাবকরূপে গ্রহণ করে তারা সীমা |
(আত তাওবাহ: আয়াতঃ ২৩) |
4 | অনন্তর আমি নূহের পরে বহু নবী-রসূল পাঠিয়েছি তাদের সম্প্রদায়ের প্রতি। তারপর তাদের কাছে তারা প্রকাশ্য দলীল-প্রমাণ উপস্থাপন করেছে, কিন্তু তাদের দ্বারা এমনটি হয়নি যে, ঈমান আনবে সে ব্যাপারে, যাকে তারা ইতিপূর্বে মিথ্যা প্রতিপন্ন করেছিল। এভাবেই আমি মোহর এঁটে দেই সীমা |
(ইউনুস: আয়াতঃ ৭৪) |
5 | আর সে যে মহিলার ঘরে ছিল, ঐ মহিলা তাকে ফুসলাতে লাগল এবং দরজাসমূহ বন্ধ করে দিল। সে মহিলা বললঃ শুন! তোমাকে বলছি, এদিকে আস, সে বললঃ আল্লাহ রক্ষা করুন; তোমার স্বামী আমার মালিক। তিনি আমাকে সযত্নে থাকতে দিয়েছেন। নিশ্চয় সীমা |
(ইউসূফ: আয়াতঃ ২৩) |
6 | অতঃপর কেউ এদেরকে ছাড়া অন্যকে কামনা করলে তারা সীমা |
(আল মু'মিনূন: আয়াতঃ ৭) |
7 | এবং সীমা |
(আশ-শো'আরা: আয়াতঃ ১৫১) |
8 | রসূলগণ বলল, তোমাদের অকল্যাণ তোমাদের সাথেই! এটা কি এজন্যে যে, আমরা তোমাদেরকে সদুপদেশ দিয়েছি? বস্তুতঃ তোমরা সীমা |
(ইয়াসীন: আয়াতঃ ১৯) |
9 | এবং তোমাদের উপর আমাদের কোন কতৃত্ব ছিল না, বরং তোমরাই ছিলে সীমা |
(আস-সাফফাত: আয়াতঃ ৩০) |
10 | ফেরাউন গোত্রের এক মুমিন ব্যক্তি, যে তার ঈমান গোপন রাখত, সে বলল, তোমরা কি একজনকে এজন্যে হত্যা করবে যে, সে বলে, আমার পালনকর্তা আল্লাহ, অথচ সে তোমাদের পালনকর্তার নিকট থেকে স্পষ্ট প্রমাণসহ তোমাদের নিকট আগমন করেছে? যদি সে মিথ্যাবাদী হয়, তবে তার মিথ্যাবাদিতা তার উপরই চাপবে, আর যদি সে সত্যবাদী হয়, তবে সে যে শাস্তির কথা বলছে, তার কিছু না কিছু তোমাদের উপর পড়বেই। নিশ্চয় আল্লাহ সীমা |
(আল-মু'মিন: আয়াতঃ ২৮) |
11 | ইতিপূর্বে তোমাদের কাছে ইউসুফ সুস্পষ্ট প্রামাণাদিসহ আগমন করেছিল, অতঃপর তোমরা তার আনীত বিষয়ে সন্দেহই পোষণ করতে। অবশেষে যখন সে মারা গেল, তখন তোমরা বলতে শুরু করলে, আল্লাহ ইউসুফের পরে আর কাউকে রসূলরূপে পাঠাবেন না। এমনিভাবে আল্লাহ সীমা |
(আল-মু'মিন: আয়াতঃ ৩৪) |
12 | ফেরাউন সে ছিল সীমা |
(আদ দোখান: আয়াতঃ ৩১) |
13 | তাদের বুদ্ধি কি এ বিষয়ে তাদেরকে আদেশ করে, না তারা সীমা |
(আত্ব তূর: আয়াতঃ ৩২) |
14 | তারা বললঃ আমরা আমাদের পালনকর্তার পবিত্রতা ঘোষণা করছি, নিশ্চিতই আমরা সীমা |
(আল কলম: আয়াতঃ ২৯) |
15 | অতএব, যারা এদের ছাড়া অন্যকে কামনা করে, তারাই সীমা |
(আল মা'আরিজ: আয়াতঃ ৩১) |
16 | সীমা |
(আন-নাবা: আয়াতঃ ২২) |
17 | প্রত্যেক সীমা |
(আত-তাতফীফ: আয়াতঃ ১২) |