“বিতাড়িত শয়তান হতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে আরম্ভ করছি।”
| |
নং | আয়াত | সূরা |
| 1 | তারা কি সে দিকেই তাকিয়ে রয়েছে যে, |
(আল বাকারা: আয়াতঃ ২১০) |
| 2 | আর আমি পৃথক পৃথক করে দিয়েছি তাদের বার জন পিতামহের সন্তানদেরকে বিরাট বিরাট দলে, এবং নির্দেশ দিয়েছি মুসাকে, যখন তার কাছে তার সম্প্রদায় পানি চাইল যে, স্বীয় যষ্টির দ্বারা আঘাত কর এ পাথরের উপর। অতঃপর এর ভেতর থেকে ফুটে বের হল বারটি প্রস্রবণ। প্রতিটি গোত্র চিনে নিল নিজ নিজ ঘাঁটি। আর আমি ছায়া দান করলাম তাদের উপর |
(আল আ'রাফ: আয়াতঃ ১৬০) |
| 3 | অতঃপর বোঝা বহনকারী |
(আয-যারিয়াত: আয়াতঃ ২) |