বাংলা সার্চেবল কুরআন | Bangla Searchable Quran
“বিতাড়িত শয়তান হতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে আরম্ভ করছি।”
"বলেছে।" শব্দযুক্ত আয়াত ম্যাচ করেছেঃ ৮
নং আয়াত সূরা
1 যারা কিছু জানে না, তারা বলে, আল্লাহ আমাদের সঙ্গে কেন কথা বলেন না? অথবা আমাদের কাছে কোন নিদর্শন কেন আসে না? এমনি ভাবে তাদের পূর্বে যারা ছিল তারাও তাদেরই অনুরূপ কথা বলেছে। তাদের অন্তর একই রকম। নিশ্চয় আমি উজ্জ্বল নিদর্শনসমূহ বর্ণনা করেছি তাদের জন্যে যারা প্রত্যয়শীল।
Say those without knowledge: "Why speaketh not Allah unto us? or why cometh not unto us a Sign?" So said the people before them words of similar import. Their hearts are alike. We have indeed made clear the Signs unto any people who hold firmly to Faith (in their hearts).
(আল বাকারা:
আয়াতঃ ১১৮)
2 এরপর আমি একাদিক্রমে আমার রসূল প্রেরণ করেছি। যখনই কোন উম্মতের কাছে তাঁর রসূল আগমন করেছেন, তখনই তারা তাঁকে মিথ্যাবাদী বলেছে। অতঃপর আমি তাদের একের পর এক ধ্বংস করেছি এবং তাদেরকে কাহিনীর বিষয়ে পরিণত করেছি। সুতরাং ধ্বংস হোক অবিশ্বাসীরা।
Then sent We our messengers in succession: every time there came to a people their messenger, they accused him of falsehood: so We made them follow each other (in punishment): We made them as a tale (that is told): So away with a people that will not believe!
(আল মু'মিনূন:
আয়াতঃ ৪৪)
3 আদ সম্প্রদায় পয়গম্বরগণকে মিথ্যাবাদী বলেছে।
The 'Ad (people) rejected the messengers.
(আশ-শো'আরা:
আয়াতঃ ১২৩)
4 সামুদ সম্প্রদায় পয়গম্বরগণকে মিথ্যাবাদী বলেছে।
The Thamud (people) rejected the messengers.
(আশ-শো'আরা:
আয়াতঃ ১৪১)
5 লূতের সম্প্রদায় পয়গম্বরগণকে মিথ্যাবাদী বলেছে।
The people of Lut rejected the messengers.
(আশ-শো'আরা:
আয়াতঃ ১৬০)
6 বনের অধিবাসীরা পয়গম্বরগণকে মিথ্যাবাদী বলেছে।
The Companions of the Wood rejected the messengers.
(আশ-শো'আরা:
আয়াতঃ ১৭৬)
7 তোমরা যদি মিথ্যাবাদী বল, তবে তোমাদের পূর্ববর্তীরাও তো মিথ্যাবাদী বলেছে। স্পষ্টভাবে পয়গাম পৌছে দেয়াই তো রসূলের দায়িত্ব।
"And if ye reject (the Message), so did generations before you: and the duty of the messenger is only to preach publicly (and clearly)."
(আল আনকাবুত:
আয়াতঃ ১৮)
8 তাদের পূর্ববর্তীরাও মিথ্যা আরোপ করেছে। আমি তাদেরকে যা দিয়েছিলাম, এরা তার এক দশমাংশও পায়নি। এরপরও তারা আমার রাসূলগনকে মিথ্যা বলেছে। অতএব কেমন হয়েছে আমার শাস্তি।
And their predecessors rejected (the Truth); these have not received a tenth of what We had granted to those: yet when they rejected My messengers, how (terrible) was My rejection (of them)!
(সাবা:
আয়াতঃ ৪৫)
সার্চ / অনুসন্ধান যুক্ত শব্দঃ বলেছে।
বলেছে। কোরআন
বলেছে। কুরআন
বলেছে।+কুরআন
বলেছে।+কোরআন