"পয়গম্বরগণকে" শব্দযুক্ত আয়াত ম্যাচ করেছেঃ ৯ |
নং |
আয়াত |
সূরা |
1 |
যারা আল্লাহর নিদর্শনাবলীকে অস্বীকার করে এবং পয়গম্বরগণকে হত্যা করে অন্যায়ভাবে, আর সেসব লোককে হত্যা করে যারা ন্যায়পরায়ণতার নির্দেশ দেয় তাদেরকে বেদনাদায়ক শাস্তির সংবাদ দিন। As to those who deny the Signs of Allah and in defiance of right, slay the prophets, and slay those who teach just dealing with mankind, announce to them a grievous penalty. |
(আল ইমরান: আয়াতঃ ২১) |
2 |
কাফেররা পয়গম্বরগণকে বলেছিলঃ আমরা তোমাদেরকে দেশ থেকে বের করে দেব অথবা তোমরা আমাদের ধর্মে ফিরে আসবে। তখন তাদের কাছে তাদের পালনকর্তা ওহী প্রেরণ করলেন যে, আমি জালিমদেরকে অবশ্যই ধ্বংস করে দেব। And the Unbelievers said to their messengers: "Be sure we shall drive you out of our land, or ye shall return to our religion." But their Lord inspired (this Message) to them: "Verily We shall cause the wrong-doers to perish! |
(ইব্রাহীম: আয়াতঃ ১৩) |
3 |
নূহের সম্প্রদায় পয়গম্বরগণকে মিথ্যারোপ করেছে। The people of Noah rejected the messengers. |
(আশ-শো'আরা: আয়াতঃ ১০৫) |
4 |
আদ সম্প্রদায় পয়গম্বরগণকে মিথ্যাবাদী বলেছে। The 'Ad (people) rejected the messengers. |
(আশ-শো'আরা: আয়াতঃ ১২৩) |
5 |
সামুদ সম্প্রদায় পয়গম্বরগণকে মিথ্যাবাদী বলেছে। The Thamud (people) rejected the messengers. |
(আশ-শো'আরা: আয়াতঃ ১৪১) |
6 |
লূতের সম্প্রদায় পয়গম্বরগণকে মিথ্যাবাদী বলেছে। The people of Lut rejected the messengers. |
(আশ-শো'আরা: আয়াতঃ ১৬০) |
7 |
বনের অধিবাসীরা পয়গম্বরগণকে মিথ্যাবাদী বলেছে। The Companions of the Wood rejected the messengers. |
(আশ-শো'আরা: আয়াতঃ ১৭৬) |
8 |
তারা যদি আপনাকে মিথ্যাবাদী বলে, তবে আপনার পূর্ববর্তী পয়গম্বরগণকেও তো মিথ্যাবাদী বলা হয়েছিল। আল্লাহর প্রতিই যাবতীয় বিষয় প্রত্যাবর্তিত হয়। And if they reject thee, so were messengers rejected before thee: to Allah back for decision all affairs. |
(ফাতির: আয়াতঃ ৪) |
9 |
যারা কিতাবের প্রতি এবং যে বিষয় দিয়ে আমি পয়গম্বরগণকে প্রেরণ করেছি, সে বিষয়ের প্রতি মিথ্যারোপ করে। অতএব, সত্বরই তারা জানতে পারবে। Those who reject the Book and the (revelations) with which We sent our messengers: but soon shall they know,- |
(আল-মু'মিন: আয়াতঃ ৭০) |