বাংলা সার্চেবল কুরআন | Bangla Searchable Quran
“বিতাড়িত শয়তান হতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে আরম্ভ করছি।”
"প্রভাত" শব্দযুক্ত আয়াত ম্যাচ করেছেঃ ৬
নং আয়াত সূরা
1 তিনি প্রভাত রশ্মির উন্মেষক। তিনি রাত্রিকে আরামদায়ক করেছেন এবং সূর্য ও চন্দ্রকে হিসেবের জন্য রেখেছেন। এটি পরাক্রান্ত, মহাজ্ঞানীর নির্ধারণ।
He it is that cleaveth the day-break (from the dark): He makes the night for rest and tranquillity, and the sun and moon for the reckoning (of time): Such is the judgment and ordering of (Him), the Exalted in Power, the Omniscient.
(আল আনআম:
আয়াতঃ ৯৬)
2 অতঃপর তিনি প্রভাতে উঠলেন সে শহরে ভীত-শংকিত অবস্থায়। হঠাৎ তিনি দেখলেন, গতকল্য যে ব্যক্তি তাঁর সাহায্য চেয়েছিল, সে চিৎকার করে তাঁর সাহায্য প্রার্থনা করছে। মূসা তাকে বললেন, তুমি তো একজন প্রকাশ্য পথভ্রষ্ট ব্যক্তি।
So he saw the morning in the city, looking about, in a state of fear, when behold, the man who had, the day before, sought his help called aloud for his help (again). Moses said to him: "Thou art truly, it is clear, a quarrelsome fellow!"
(আল কাসাস:
আয়াতঃ ১৮)
3 শপথ প্রভাতকালের যখন তা আলোকোদ্ভাসিত হয়,
And by the Dawn as it shineth forth,-
(আল মুদ্দাসসির:
আয়াতঃ ৩৪)
4 প্রভাত আগমন কালের,
And the Dawn as it breathes away the darkness;-
(আত-তাকভীর:
আয়াতঃ ১৮)
5 অতঃপর প্রভাতকালে আক্রমণকারী অশ্বসমূহের
And push home the charge in the morning,
(আদিয়াত:
আয়াতঃ ৩)
6 বলুন, আমি আশ্রয় গ্রহণ করছি প্রভাতের পালনকর্তার,
Say: I seek refuge with the Lord of the Dawn
(আল ফালাক্ব:
আয়াতঃ ১)
সার্চ / অনুসন্ধান যুক্ত শব্দঃ প্রভাত
প্রভাত কোরআন
প্রভাত কুরআন
প্রভাত+কুরআন
প্রভাত+কোরআন