বাংলা সার্চেবল কুরআন | Bangla Searchable Quran
“বিতাড়িত শয়তান হতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে আরম্ভ করছি।”
"প্রচেষ্টা" শব্দযুক্ত আয়াত ম্যাচ করেছেঃ ৫
নং আয়াত সূরা
1 তারাই সে লোক, যাদের প্রচেষ্টা পার্থিবজীবনে বিভ্রান্ত হয়, অথচ তারা মনে করে যে, তারা সৎকর্ম করেছে।
"Those whose efforts have been wasted in this life, while they thought that they were acquiring good by their works?"
(কাহফ:
আয়াতঃ ১০৪)
2 অতঃপর যে বিশ্বাসী অবস্থায় সৎকর্ম সম্পাদন করে, তার প্রচেষ্টা অস্বীকৃত হবে না এবং আমি তা লিপিবদ্ধ করে রাখি।
Whoever works any act of righteousness and has faith,- His endeavour will not be rejected: We shall record it in his favour.
(আম্বিয়া:
আয়াতঃ ৯৪)
3 আমি মানুষকে পিতা-মাতার সাথে সদ্ব্যবহার করার জোর নির্দেশ দিয়েছি। যদি তারা তোমাকে আমার সাথে এমন কিছু শরীক করার জোর প্রচেষ্টা চালায়, যার সম্পর্কে তোমার কোন জ্ঞান নেই, তবে তাদের আনুগত্য করো না। আমারই দিকে তোমাদের প্রত্যাবর্তন। অতঃপর আমি তোমাদেরকে বলে দেব যা কিছু তোমরা করতে।
We have enjoined on man kindness to parents: but if they (either of them) strive (to force) thee to join with Me (in worship) anything of which thou hast no knowledge, obey them not. Ye have (all) to return to me, and I will tell you (the truth) of all that ye did.
(আল আনকাবুত:
আয়াতঃ ৮)
4 এটা তোমাদের প্রতিদান। তোমাদের প্রচেষ্টা স্বীকৃতি লাভ করেছে।
"Verily this is a Reward for you, and your Endeavour is accepted and recognised."
(আদ-দাহর:
আয়াতঃ ২২)
5 নিশ্চয় তোমাদের কর্ম প্রচেষ্টা বিভিন্ন ধরনের।
Verily, (the ends) ye strive for are diverse.
(আল লায়ল:
আয়াতঃ ৪)
সার্চ / অনুসন্ধান যুক্ত শব্দঃ প্রচেষ্টা
প্রচেষ্টা কোরআন
প্রচেষ্টা কুরআন
প্রচেষ্টা+কুরআন
প্রচেষ্টা+কোরআন