বাংলা সার্চেবল কুরআন | Bangla Searchable Quran
“বিতাড়িত শয়তান হতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে আরম্ভ করছি।”
"পানপাত্র" শব্দযুক্ত আয়াত ম্যাচ করেছেঃ ১১
নং আয়াত সূরা
1 অতঃপর যখন ইউসুফ তাদের রসদপত্র প্রস্তুত করে দিল, তখন পানপাত্র আপন ভাইয়ের রসদের মধ্যে রেখে দিল। অতঃপর একজন ঘোষক ডেকে বললঃ হে কাফেলার লোকজন, তোমরা অবশ্যই চোর।
At length when he had furnished them forth with provisions (suitable) for them, he put the drinking cup into his brother's saddle-bag. Then shouted out a crier: "O ye (in) the caravan! behold! ye are thieves, without doubt!"
(ইউসূফ:
আয়াতঃ ৭০)
2 তারা বললঃ আমরা বাদশাহর পানপাত্র হারিয়েছি এবং যে কেউ এটা এনে দেবে সে এক উটের বোঝা পরিমাণ মাল পাবে এবং আমি এর যামিন।
They said: "We miss the great beaker of the king; for him who produces it, is (the reward of) a camel load; I will be bound by it."
(ইউসূফ:
আয়াতঃ ৭২)
3 তাদেরকে ঘুরে ফিরে পরিবেশন করা হবে স্বচ্ছ পানপাত্র
Round will be passed to them a Cup from a clear-flowing fountain,
(আস-সাফফাত:
আয়াতঃ ৪৫)
4 তাদের কাছে পরিবেশন করা হবে স্বর্ণের থালা ও পানপাত্র এবং তথায় রয়েছে মনে যা চায় এবং নয়ন যাতে তৃপ্ত হয়। তোমরা তথায় চিরকাল অবস্থান করবে।
To them will be passed round, dishes and goblets of gold: there will be there all that the souls could desire, all that their eyes could delight in: and ye shall abide therein (for eye).
(যুখরুফ:
আয়াতঃ ৭১)
5 সেখানে তারা একে অপরকে পানপাত্র দেবে; যাতে অসার বকাবকি নেই এবং পাপকর্মও নেই।
They shall there exchange, one with another, a (loving) cup free of frivolity, free of all taint of ill.
(আত্ব তূর:
আয়াতঃ ২৩)
6 পানপাত্র কুঁজা ও খাঁটি সূরাপূর্ণ পেয়ালা হাতে নিয়ে,
With goblets, (shining) beakers, and cups (filled) out of clear-flowing fountains:
(আল ওয়াক্বিয়া:
আয়াতঃ ১৮)
7 নিশ্চয়ই সৎকর্মশীলরা পান করবে কাফুর মিশ্রিত পানপাত্র
As to the Righteous, they shall drink of a Cup (of Wine) mixed with Kafur,-
(আদ-দাহর:
আয়াতঃ ৫)
8 তাদেরকে পরিবেশন করা হবে রূপার পাত্রে এবং স্ফটিকের মত পানপাত্রে।
And amongst them will be passed round vessels of silver and goblets of crystal,-
(আদ-দাহর:
আয়াতঃ ১৫)
9 তাদেরকে সেখানে পান করানো হবে ‘যানজাবীল’ মিশ্রিত পানপাত্র
And they will be given to drink there of a Cup (of Wine) mixed with Zanjabil,-
(আদ-দাহর:
আয়াতঃ ১৭)
10 এবং পূর্ণ পানপাত্র
And a cup full (to the brim).
(আন-নাবা:
আয়াতঃ ৩৪)
11 এবং সংরক্ষিত পানপাত্র
Goblets placed (ready),
(আল গাশিয়াহ:
আয়াতঃ ১৪)
সার্চ / অনুসন্ধান যুক্ত শব্দঃ পানপাত্র
পানপাত্র কোরআন
পানপাত্র কুরআন
পানপাত্র+কুরআন
পানপাত্র+কোরআন