"পরবর্তীদের" শব্দযুক্ত আয়াত ম্যাচ করেছেঃ ১৩ |
নং |
আয়াত |
সূরা |
1 |
অতঃপর আমি এ ঘটনাকে তাদের সমসাময়িক ও পরবর্তীদের জন্য দৃষ্টান্ত এবং আল্লাহভীরুদের জন্য উপদেশ গ্রহণের উপাদান করে দিয়েছি। So We made it an example to their own time and to their posterity, and a lesson to those who fear Allah. |
(আল বাকারা: আয়াতঃ ৬৬) |
2 |
পূর্ববর্তীরা পরবর্তীদেরকে বলবেঃ তাহলে আমাদের উপর তোমাদের কোন শ্রেষ্ঠত্ব নেই অতএব, শাস্তি আস্বাদন কর স্বীয় কর্মের কারণে। Then the first will say to the last: "See then! No advantage have ye over us; so taste ye of the penalty for all that ye did!" |
(আল আ'রাফ: আয়াতঃ ৩৯) |
3 |
তোমাদের কাছে কি তোমাদের পূর্ববর্তী কওমে নূহ, আদ ও সামুদের এবং তাদের পরবর্তীদের খবর পৌছেনি? তাদের বিষয়ে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তাদের কাছে তাদের পয়গম্বর প্রমানাদি নিয়ে আগমন করেন। অতঃপর তারা নিজেদের হাত নিজেদের মুখে রেখে দিয়েছে এবং বলেছে, যা কিছু সহ তোমাদেরকে প্রেরণ করা হয়েছে, আমরা তা মানি না এবং যে পথের দিকে তোমরা আমাদেরকে দাওয়াত দাও, সে সম্পর্কে আমাদের মনে সন্দেহ আছে, যা আমাদেরকে উৎকন্ঠায় ফেলে রেখেছে। Has not the story reached you, (O people!), of those who (went) before you? - of the people of Noah, and 'Ad, and Thamud? - And of those who (came) after them? None knows them but Allah. To them came messengers with Clear (Signs); but they put their hands up to their mouths, and said: "We do deny (the mission) on which ye have been sent, and we are really in suspicious (disquieting) doubt as to that to which ye invite us." |
(ইব্রাহীম: আয়াতঃ ৯) |
4 |
এবং আমাকে পরবর্তীদের মধ্যে সত্যভাষী কর। "Grant me honourable mention on the tongue of truth among the latest (generations); |
(আশ-শো'আরা: আয়াতঃ ৮৪) |
5 |
আমি তার জন্যে পরবর্তীদের মধ্যে এ বিষয় রেখে দিয়েছি যে, And We left (this blessing) for him among generations to come in later times: |
(আস-সাফফাত: আয়াতঃ ৭৮) |
6 |
আমি তার জন্যে এ বিষয়টি পরবর্তীদের মধ্যে রেখে দিয়েছি যে, And We left (this blessing) for him among generations (to come) in later times: |
(আস-সাফফাত: আয়াতঃ ১০৮) |
7 |
আমি তাদের জন্যে পরবর্তীদের মধ্যে এ বিষয় রেখে দিয়েছি যে, And We left (this blessing) for them among generations (to come) in later times: |
(আস-সাফফাত: আয়াতঃ ১১৯) |
8 |
আমি তার জন্যে পরবর্তীদের মধ্যে এ বিষয়ে রেখে দিয়েছি যে, And We left (this blessing) for him among generations (to come) in later times: |
(আস-সাফফাত: আয়াতঃ ১২৯) |
9 |
যেমন, কওমে নূহ, আদ, সামুদ ও তাদের পরবর্তীদের অবস্থা হয়েছিল। আল্লাহ বান্দাদের প্রতি কোন যুলুম করার ইচ্ছা করেন না। "Something like the fate of the People of Noah, the 'Ad, and the Thamud, and those who came after them: but Allah never wishes injustice to his Servants. |
(আল-মু'মিন: আয়াতঃ ৩১) |
10 |
অতঃপর আমি তাদেরকে করে দিলাম অতীত লোক ও দৃষ্টান্ত পরবর্তীদের জন্যে। And We made them (a people) of the Past and an Example to later ages. |
(যুখরুফ: আয়াতঃ ৫৬) |
11 |
এবং অল্পসংখ্যক পরবর্তীদের মধ্যে থেকে। And a few from those of later times. |
(আল ওয়াক্বিয়া: আয়াতঃ ১৪) |
12 |
এবং একদল পরবর্তীদের মধ্য থেকে। And a (goodly) number from those of later times. |
(আল ওয়াক্বিয়া: আয়াতঃ ৪০) |
13 |
অতঃপর তাদের পশ্চাতে প্রেরণ করব পরবর্তীদেরকে। So shall We make later (generations) follow them. |
(আল মুরসালাত: আয়াতঃ ১৭) |