বাংলা সার্চেবল কুরআন | Bangla Searchable Quran
“বিতাড়িত শয়তান হতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে আরম্ভ করছি।”
"দুর্ভোগ" শব্দযুক্ত আয়াত ম্যাচ করেছেঃ ২৬
নং আয়াত সূরা
1 তারা বললঃ হায়, দুর্ভোগ আমাদের, আমরা অবশ্যই পাপী ছিলাম।
They said: "Ah! woe to us! We were indeed wrong-doers!"
(আম্বিয়া:
আয়াতঃ ১৪)
2 বরং আমি সত্যকে মিথ্যার উপর নিক্ষেপ করি, অতঃপর সত্য মিথ্যার মস্তক চুর্ণ-বিচূর্ণ করে দেয়, অতঃপর মিথ্যা তৎক্ষণাৎ নিশ্চিহ্ন হয়ে যায়। তোমরা যা বলছ, তার জন্যে তোমাদের দুর্ভোগ
Nay, We hurl the Truth against falsehood, and it knocks out its brain, and behold, falsehood doth perish! Ah! woe be to you for the (false) things ye ascribe (to Us).
(আম্বিয়া:
আয়াতঃ ১৮)
3 তারা বলবে, হায় আমাদের দুর্ভোগ! কে আমাদেরকে নিদ্রাস্থল থেকে উখিত করল? রহমান আল্লাহ তো এরই ওয়াদা দিয়েছিলেন এবং রসূলগণ সত্য বলেছিলেন।
They will say: "Ah! Woe unto us! Who hath raised us up from our beds of repose?"... (A voice will say:) "This is what (Allah) Most Gracious had promised. And true was the word of the messengers!"
(ইয়াসীন:
আয়াতঃ ৫২)
4 বলুন, আমিও তোমাদের মতই মানুষ, আমার প্রতি ওহী আসে যে, তোমাদের মাবুদ একমাত্র মাবুদ, অতএব তাঁর দিকেই সোজা হয়ে থাক এবং তাঁর কাছে ক্ষমা প্রার্থনা কর। আর মুশরিকদের জন্যে রয়েছে দুর্ভোগ,
Say thou: "I am but a man like you: It is revealed to me by Inspiration, that your Allah is one Allah: so stand true to Him, and ask for His Forgiveness." And woe to those who join gods with Allah,-
(হা-মীম সেজদাহ:
আয়াতঃ ৬)
5 অতঃপর তাদের মধ্যে থেকে বিভিন্ন দল মতভেদ সৃষ্টি করল। সুতরাং যালেমদের জন্যে রয়েছে যন্ত্রণাদায়ক দিবসের আযাবের দুর্ভোগ
But sects from among themselves fell into disagreement: then woe to the wrong-doers, from the Penalty of a Grievous Day!
(যুখরুফ:
আয়াতঃ ৬৫)
6 প্রত্যেক মিথ্যাবাদী পাপাচারীর দুর্ভোগ
Woe to each sinful dealer in Falsehoods:
(আল জাসিয়া:
আয়াতঃ ৭)
7 আর যে ব্যক্তি তার পিতা-মাতাকে বলে, ধিক তোমাদেরকে, তোমরা কি আমাকে খবর দাও যে, আমি পুনরুত্থিত হব, অথচ আমার পূর্বে বহু লোক গত হয়ে গেছে? আর পিতা-মাতা আল্লাহর কাছে ফরিযাদ করে বলে, দুর্ভোগ তোমার তুমি বিশ্বাস স্থাপন কর। নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য। তখন সে বলে, এটা তো পূর্ববর্তীদের উপকথা বৈ নয়।
But (there is one) who says to his parents, "Fie on you! Do ye hold out the promise to me that I shall be raised up, even though generations have passed before me (without rising again)?" And they two seek Allah's aid, (and rebuke the son): "Woe to thee! Have faith! for the promise of Allah is true." But he says, "This is nothing but tales of the ancients!"
(আল আহক্বাফ:
আয়াতঃ ১৭)
8 অতএব, কাফেরদের জন্যে দুর্ভোগ সেই দিনের, যেদিনের প্রতিশ্রুতি ওদেরকে দেয়া হয়েছে।
Woe, then, to the Unbelievers, on account of that Day of theirs which they have been promised!
(আয-যারিয়াত:
আয়াতঃ ৬০)
9 সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে,
Then woe that Day to those that treat (Truth) as Falsehood;-
(আত্ব তূর:
আয়াতঃ ১১)
10 তারা বললঃ হায়! দুর্ভোগ আমাদের আমরা ছিলাম সীমাতিক্রমকারী।
They said: "Alas for us! We have indeed transgressed!
(আল কলম:
আয়াতঃ ৩১)
11 তোমার দুর্ভোগের উপর দুর্ভোগ
Woe to thee, (O men!), yea, woe!
(আল ক্বেয়ামাহ:
আয়াতঃ ৩৪)
12 অতঃপর, তোমার দুর্ভোগের উপর দূর্ভোগ।
Again, Woe to thee, (O men!), yea, woe!
(আল ক্বেয়ামাহ:
আয়াতঃ ৩৫)
13 সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।
Ah woe, that Day, to the Rejecters of Truth!
(আল মুরসালাত:
আয়াতঃ ১৫)
14 সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।
Ah woe, that Day, to the Rejecters of Truth!
(আল মুরসালাত:
আয়াতঃ ১৯)
15 সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।
Ah woe, that Day! to the Rejecters of Truth!
(আল মুরসালাত:
আয়াতঃ ২৪)
16 সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।
Ah woe, that Day, to the Rejecters of Truth!
(আল মুরসালাত:
আয়াতঃ ২৮)
17 সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।
Ah woe, that Day, to the Rejecters of Truth!
(আল মুরসালাত:
আয়াতঃ ৩৪)
18 সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।
Ah woe, that Day, to the Rejecters of Truth!
(আল মুরসালাত:
আয়াতঃ ৩৭)
19 সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।
Ah woe, that Day, to the Rejecters of Truth!
(আল মুরসালাত:
আয়াতঃ ৪০)
20 সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।
Ah woe, that Day, to the Rejecters of Truth!
(আল মুরসালাত:
আয়াতঃ ৪৫)
21 সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।
Ah woe, that Day, to the Rejecters of Truth!
(আল মুরসালাত:
আয়াতঃ ৪৭)
22 সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।
Ah woe, that Day, to the Rejecters of Truth!
(আল মুরসালাত:
আয়াতঃ ৪৯)
23 যারা মাপে কম করে, তাদের জন্যে দুর্ভোগ,
Woe to those that deal in fraud,-
(আত-তাতফীফ:
আয়াতঃ ১)
24 সেদিন দুর্ভোগ মিথ্যারোপকারীদের,
Woe, that Day, to those that deny-
(আত-তাতফীফ:
আয়াতঃ ১০)
25 প্রত্যেক পশ্চাতে ও সম্মুখে পরনিন্দাকারীর দুর্ভোগ,
Woe to every (kind of) scandal-monger and-backbiter,
(হুমাযাহ:
আয়াতঃ ১)
26 অতএব দুর্ভোগ সেসব নামাযীর,
So woe to the worshippers
(মাঊন:
আয়াতঃ ৪)
সার্চ / অনুসন্ধান যুক্ত শব্দঃ দুর্ভোগ
দুর্ভোগ কোরআন
দুর্ভোগ কুরআন
দুর্ভোগ+কুরআন
দুর্ভোগ+কোরআন