“বিতাড়িত শয়তান হতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে আরম্ভ করছি।”
|
নং | আয়াত | সূরা |
1 | স্ত্রীদেরকে স্পর্শ করার আগে এবং কোন মোহর সাব্যস্ত করার পূর্বেও যদি তালাক দিয়ে দাও, তবে তাতেও তোমাদের কোন পাপ নেই। তবে তাদেরকে কিছু খরচ দেবে। আর সামর্থ্যবানদের জন্য তাদের সামর্থ্য অনুযায়ী এবং কম সামর্থ্যবানদের জন্য তাদের সাধ্য অনুযায়ী। যে খরচ প্রচলিত রয়েছে তা সৎকর্মশীলদের উপর |
(আল বাকারা: আয়াতঃ ২৩৬) |
2 | তারা চিরকাল বসবাসরত অবস্থায় সেখানে যা চাইবে, তাই পাবে। এই প্রার্থিত ওয়াদা পূরণ আপনার পালনকর্তার |
(আল-ফুরকান: আয়াতঃ ১৬) |
3 | তোমরা যদি মিথ্যাবাদী বল, তবে তোমাদের পূর্ববর্তীরাও তো মিথ্যাবাদী বলেছে। স্পষ্টভাবে পয়গাম পৌছে দেয়াই তো রসূলের |
(আল আনকাবুত: আয়াতঃ ১৮) |
4 | আপনার পূর্বে আমি রসূলগণকে তাঁদের নিজ নিজ সম্প্রদায়ের কাছে প্রেরণ করেছি। তাঁরা তাদের কাছে সুস্পষ্ট নিদর্শনাবলী নিয়ে আগমন করেন। অতঃপর যারা পাপী ছিল, তাদের আমি শাস্তি দিয়েছি। মুমিনদের সাহায্য করা আমার |
(আর-রূম: আয়াতঃ ৪৭) |
5 | পরিস্কারভাবে আল্লাহর বাণী পৌছে দেয়াই আমাদের |
(ইয়াসীন: আয়াতঃ ১৭) |
6 | যারা আল্লাহ ব্যতীত অপরকে অভিভাবক হিসাবে গ্রহণ করে, আল্লাহ তাদের প্রতি লক্ষ্য রাখেন। আপনার উপর নয় তাদের দায়- |
(আশ-শুরা: আয়াতঃ ৬) |
7 | এর সংরক্ষণ ও পাঠ আমারই |
(আল ক্বেয়ামাহ: আয়াতঃ ১৭) |
8 | এরপর বিশদ বর্ণনা আমারই |
(আল ক্বেয়ামাহ: আয়াতঃ ১৯) |
9 | অতঃপর তাদের হিসাব-নিকাশ আমারই |
(আল গাশিয়াহ: আয়াতঃ ২৬) |