"চন্দ্রের" শব্দযুক্ত আয়াত ম্যাচ করেছেঃ ৫ |
নং |
আয়াত |
সূরা |
1 |
চন্দ্রের জন্যে আমি বিভিন্ন মনযিল নির্ধারিত করেছি। অবশেষে সে পুরাতন খর্জুর শাখার অনুরূপ হয়ে যায়। And the Moon,- We have measured for her mansions (to traverse) till she returns like the old (and withered) lower part of a date-stalk. |
(ইয়াসীন: আয়াতঃ ৩৯) |
2 |
সূর্য নাগাল পেতে পারে না চন্দ্রের এবং রাত্রি অগ্রে চলে না দিনের প্রত্যেকেই আপন আপন কক্ষপথে সন্তরণ করে। It is not permitted to the Sun to catch up the Moon, nor can the Night outstrip the Day: Each (just) swims along in (its own) orbit (according to Law). |
(ইয়াসীন: আয়াতঃ ৪০) |
3 |
কখনই নয়। চন্দ্রের শপথ, Nay, verily: By the Moon, |
(আল মুদ্দাসসির: আয়াতঃ ৩২) |
4 |
এবং চন্দ্রের, যখন তা পূর্ণরূপ লাভ করে, And the Moon in her fullness: |
(আল ইনশিক্বাক্ব: আয়াতঃ ১৮) |
5 |
শপথ চন্দ্রের যখন তা সূর্যের পশ্চাতে আসে, By the Moon as she follows him; |
(আশ-শামস: আয়াতঃ ২) |