“বিতাড়িত শয়তান হতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে আরম্ভ করছি।”
|
||
নং | আয়াত | সূরা |
1 | নিশ্চয় মহিলা তার বিষয়ে চিন্তা করেছিল এবং সেও মহিলার বিষয়ে চিন্তা করত। যদি না সে স্বীয় পালনকর্তার মহিমা অবলোকন করত। এমনিবাবে হয়েছে, যাতে আমি তার কাছ থেকে মন্দ বিষয় ও নিলজ্জ বিষয় সরিয়ে দেই। নিশ্চয় সে আমার মনোনীত বান্দাদের |
(ইউসূফ: আয়াতঃ ২৪) |
2 | যখন আমি ফেরেশতাদেরকে বললামঃ আদমকে সেজদা কর, তখন সবাই সেজদা করল ইবলীস ব্যতীত। সে ছিল জিনদের |
(কাহফ: আয়াতঃ ৫০) |
3 | আমি তাকে আমার অনুগ্রহের অন্তর্ভুক্ত করেছিলাম। সে ছিল সৎকর্মশীলদের |
(আম্বিয়া: আয়াতঃ ৭৫) |
4 | তারা বলল, তুমি তো জাদুগ্রস্থুরেদ |
(আশ-শো'আরা: আয়াতঃ ১৫৩) |
5 | নিশ্চয় আপনি প্রেরিত রসূলগণের |
(ইয়াসীন: আয়াতঃ ৩) |
6 | সে ছিল আমার বিশ্বাসী বান্দাদের |
(আস-সাফফাত: আয়াতঃ ১১১) |
7 | নিশ্চয় লূত ছিলেন রসূলগণের |
(আস-সাফফাত: আয়াতঃ ১৩৩) |
8 | আর ইউনুসও ছিলেন পয়গম্বরগণের |
(আস-সাফফাত: আয়াতঃ ১৩৯) |
9 | আর দৃষ্টান্ত বর্ণনা করেছেন এমরান-তনয়া মরিয়মের, যে তার সতীত্ব বজায় রেখেছিল। অতঃপর আমি তার মধ্যে আমার পক্ষ থেকে জীবন ফুঁকে দিয়েছিলাম এবং সে তার পালনকর্তার বানী ও কিতাবকে সত্যে পরিণত করেছিল। সে ছিল বিনয় প্রকাশকারীনীদের |
(আত-তাহরীম: আয়াতঃ ১২) |