বাংলা সার্চেবল কুরআন | Bangla Searchable Quran
“বিতাড়িত শয়তান হতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে আরম্ভ করছি।”
"আল্লাহভীরু" শব্দযুক্ত আয়াত ম্যাচ করেছেঃ ৪
নং আয়াত সূরা
1 অতঃপর আমি এ ঘটনাকে তাদের সমসাময়িক ও পরবর্তীদের জন্য দৃষ্টান্ত এবং আল্লাহভীরুদের জন্য উপদেশ গ্রহণের উপাদান করে দিয়েছি।
So We made it an example to their own time and to their posterity, and a lesson to those who fear Allah.
(আল বাকারা:
আয়াতঃ ৬৬)
2 মারইয়াম বললঃ আমি তোমা থেকে দয়াময়ের আশ্রয় প্রার্থনা করি যদি তুমি আল্লাহভীরু হও।
She said: "I seek refuge from thee to (Allah) Most Gracious: (come not near) if thou dost fear Allah."
(মারইয়াম:
আয়াতঃ ১৮)
3 এমনিভাবে আমি আরবী ভাষায় কোরআন নাযিল করেছি এবং এতে নানাভাবে সতর্কবাণী ব্যক্ত করেছি, যাতে তারা আল্লাহভীরু হয় অথবা তাদের অন্তরে চিন্তার খোরাক যোগায়।
Thus have We sent this down - an arabic Qur'an - and explained therein in detail some of the warnings, in order that they may fear Allah, or that it may cause their remembrance (of Him).
(ত্বোয়া-হা:
আয়াতঃ ১১৩)
4 জান্নাত আল্লাহভীরুদের নিকটবর্তী করা হবে।
"To the righteous, the Garden will be brought near,
(আশ-শো'আরা:
আয়াতঃ ৯০)
সার্চ / অনুসন্ধান যুক্ত শব্দঃ আল্লাহভীরু
আল্লাহভীরু কোরআন
আল্লাহভীরু কুরআন
আল্লাহভীরু+কুরআন
আল্লাহভীরু+কোরআন