"অবশ্যম্ভাবী" শব্দযুক্ত আয়াত ম্যাচ করেছেঃ ৬ |
নং |
আয়াত |
সূরা |
1 |
আপনার পালনকর্তার পক্ষ থেকে পূর্ব সিদ্ধান্ত এবং একটি কাল নির্দিষ্ট না থাকলে শাস্তি অবশ্যম্ভাবী হয়ে যেত। Had it not been for a Word that went forth before from thy Lord, (their punishment) must necessarily have come; but there is a Term appointed (for respite). |
(ত্বোয়া-হা: আয়াতঃ ১২৯) |
2 |
এবং এ কারণে যে, কেয়ামত অবশ্যম্ভাবী, এতে সন্দেহ নেই এবং এ কারণে যে, কবরে যারা আছে, আল্লাহ তাদেরকে পুনরুত্থিত করবেন। And verily the Hour will come: there can be no doubt about it, or about (the fact) that Allah will raise up all who are in the graves. |
(হাজ্জ্ব: আয়াতঃ ৭) |
3 |
এটা অর্থাৎ জাহান্নামীদের পারস্পরিক বাক-বিতন্ডা অবশ্যম্ভাবী। Truly that is just and fitting,- the mutual recriminations of the People of the Fire! |
(ছোয়াদ: আয়াতঃ ৬৪) |
4 |
আল্লাহ তা’আলার পক্ষ থেকে অবশ্যম্ভাবী দিবস আসার পূর্বে তোমরা তোমাদের পালনকর্তার আদেশ মান্য কর। সেদিন তোমাদের কোন আশ্রয়স্থল থাকবে না এবং তা নিরোধকারী কেউ থাকবে না। Hearken ye to your Lord, before there come a Day which there will be no putting back, because of (the Ordainment of) Allah! that Day there will be for you no place of refuge nor will there be for you any room for denial (of your sins)! |
(আশ-শুরা: আয়াতঃ ৪৭) |
5 |
ইনসাফ অবশ্যম্ভাবী। And verily Judgment and Justice must indeed come to pass. |
(আয-যারিয়াত: আয়াতঃ ৬) |
6 |
আপনার পালনকর্তার শাস্তি অবশ্যম্ভাবী, Verily, the Doom of thy Lord will indeed come to pass;- |
(আত্ব তূর: আয়াতঃ ৭) |