"সামুদ," শব্দযুক্ত আয়াত ম্যাচ করেছেঃ ৩ | নং | আয়াত | সূরা |
1 | তারা যদি আপনাকে মিথ্যাবাদী বলে, তবে তাদের পূর্বে মিথ্যাবাদী বলেছে কওমে নূহ, আদ, সামুদ, If they treat thy (mission) as false, so did the peoples before them (with their prophets),- the People of Noah, and 'Ad and Thamud; |
(হাজ্জ্ব: আয়াতঃ ৪২) |
2 | আমি ধ্বংস করেছি আদ, সামুদ, কপবাসী এবং তাদের মধ্যবর্তী অনেক সম্প্রদায়কে। As also 'Ad and Thamud, and the Companions of the Rass, and many a generation between them. |
(আল-ফুরকান: আয়াতঃ ৩৮) |
3 | সামুদ, লূতের সম্প্রদায় ও আইকার লোকেরা। এরাই ছিল বহু বাহিনী। And Thamud, and the people of Lut, and the Companions of the Wood; - such were the Confederates. |
(ছোয়াদ: আয়াতঃ ১৩) |