"বান্দাগণ" শব্দযুক্ত আয়াত ম্যাচ করেছেঃ ১০ | নং | আয়াত | সূরা |
1 | আমি উপদেশের পর যবুরে লিখে দিয়েছি যে, আমার সৎকর্মপরায়ণ বান্দাগণ অবশেষে পৃথিবীর অধিকারী হবে। Before this We wrote in the Psalms, after the Message (given to Moses): My servants the righteous, shall inherit the earth." |
(আম্বিয়া: আয়াতঃ ১০৫) |
2 | বল, সকল প্রশংসাই আল্লাহর এবং শান্তি তাঁর মনোনীত বান্দাগণের প্রতি! শ্রেষ্ঠ কে? আল্লাহ না ওরা-তারা যাদেরকে শরীক সাব্যস্ত করে। Say: Praise be to Allah, and Peace on his servants whom He has chosen (for his Message). (Who) is better?- Allah or the false gods they associate (with Him)? |
(নমল: আয়াতঃ ৫৯) |
3 | হে আমার ঈমানদার বান্দাগণ, আমার পৃথিবী প্রশস্ত। অতএব তোমরা আমারই এবাদত কর। O My servants who believe! truly, spacious is My Earth: therefore serve ye Me - (and Me alone)! |
(আল আনকাবুত: আয়াতঃ ৫৬) |
4 | কিন্তু আল্লাহ তা’আলার খাঁটি বান্দাগণ নয়। Except the sincere and devoted Servants of Allah (among them). |
(আস-সাফফাত: আয়াতঃ ১২৮) |
5 | আমার রাসূল ও বান্দাগণের ব্যাপারে আমার এই বাক্য সত্য হয়েছে যে, Already has Our Word been passed before (this) to our Servants sent (by Us), |
(আস-সাফফাত: আয়াতঃ ১৭১) |
6 | বলুন, হে আমার বিশ্বাসী বান্দাগণ! তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় কর। যারা এ দুনিয়াতে সৎকাজ করে, তাদের জন্যে রয়েছে পুণ্য। আল্লাহর পৃথিবী প্রশস্ত। যারা সবরকারী, তারাই তাদের পুরস্কার পায় অগণিত। Say: "O ye my servants who believe! Fear your Lord, good is (the reward) for those who do good in this world. Spacious is Allah's earth! those who patiently persevere will truly receive a reward without measure!" |
(আল-যুমার: আয়াতঃ ১০) |
7 | তাদের জন্যে উপর দিক থেকে এবং নীচের দিক থেকে আগুনের মেঘমালা থাকবে। এ শাস্তি দ্বারা আল্লাহ তাঁর বান্দাদেরকে সতর্ক করেন যে, হে আমার বান্দাগণ, আমাকে ভয় কর। They shall have Layers of Fire above them, and Layers (of Fire) below them: with this doth Allah warn off his servants: "O My Servants! then fear ye Me!" |
(আল-যুমার: আয়াতঃ ১৬) |
8 | বলুন, হে আমার বান্দাগণ যারা নিজেদের উপর যুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয় আল্লাহ সমস্ত গোনাহ মাফ করেন। তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। Say: "O my Servants who have transgressed against their souls! Despair not of the Mercy of Allah: for Allah forgives all sins: for He is Oft-Forgiving, Most Merciful. |
(আল-যুমার: আয়াতঃ ৫৩) |
9 | হে আমার বান্দাগণ, তোমাদের আজ কোন ভয় নেই এবং তোমরা দুঃখিতও হবে না। My devotees! no fear shall be on you that Day, nor shall ye grieve,- |
(যুখরুফ: আয়াতঃ ৬৮) |
10 | এটা একটা ঝরণা, যা থেকে আল্লাহর বান্দাগণ পান করবে-তারা একে প্রবাহিত করবে। A Fountain where the Devotees of Allah do drink, making it flow in unstinted abundance. |
(আদ-দাহর: আয়াতঃ ৬) |