"বঞ্চিত" শব্দযুক্ত আয়াত ম্যাচ করেছেঃ ৫ | নং | আয়াত | সূরা |
1 | যাতে ধবংস করে দেন কোন কোন কাফেরকে অথবা লাঞ্ছিত করে দেন-যেন ওরা বঞ্চিত হয়ে ফিরে যায়। That He might cut off a fringe of the Unbelievers or expose them to infamy, and they should then be turned back, frustrated of their purpose. |
(আল ইমরান: আয়াতঃ ১২৭) |
2 | আমি পরিত্যাগ করছি তোমাদেরকে এবং তোমরা আল্লাহ ব্যতীত যাদের এবাদত কর তাদেরকে; আমি আমার পালনকর্তার এবাদত করব। আশা করি, আমার পালনকর্তার এবাদত করে আমি বঞ্চিত হব না। "And I will turn away from you (all) and from those whom ye invoke besides Allah: I will call on my Lord: perhaps, by my prayer to my Lord, I shall be not unblest." |
(মারইয়াম: আয়াতঃ ৪৮) |
3 | হে মানুষ, নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য। সুতরাং, পার্থিব জীবন যেন তোমাদেরকে প্রতারণা না করে। এবং সেই প্রবঞ্চক যেন কিছুতেই তোমাদেরকে আল্লাহ সম্পর্কে প্রবঞ্চিত না করে। O men! Certainly the promise of Allah is true. Let not then this present life deceive you, nor let the Chief Deceiver deceive you about Allah. |
(ফাতির: আয়াতঃ ৫) |
4 | এবং তাদের ধন-সম্পদে প্রার্থী ও বঞ্চিতের হক ছিল। And in their wealth and possessions (was remembered) the right of the (needy,) him who asked, and him who (for some reason) was prevented (from asking). |
(আয-যারিয়াত: আয়াতঃ ১৯) |
5 | যাঞ্ছাকারী ও বঞ্চিতের For the (needy) who asks and him who is prevented (for some reason from asking); |
(আল মা'আরিজ: আয়াতঃ ২৫) |