জীবনকে শব্দযুক্ত কোরআনের আয়াত।সার্চেবল কুরআন বাংলা
“বিতাড়িত শয়তান হতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে আরম্ভ করছি।”
"জীবনকে" শব্দযুক্ত আয়াত ম্যাচ করেছেঃ ৮
নং আয়াত সূরা
1 আর ব্যয় কর আল্লাহর পথে, তবে নিজের জীবনকে ধ্বংসের সম্মুখীন করো না। আর মানুষের প্রতি অনুগ্রহ কর। আল্লাহ অনুগ্রহকারীদেরকে ভালবাসেন।
And spend of your substance in the cause of Allah, and make not your own hands contribute to (your) destruction; but do good; for Allah loveth those who do good.
(আল বাকারা:
আয়াতঃ ১৯৫)
2 কাজেই আল্লাহর কাছে যারা পার্থিব জীবনকে আখেরাতের পরিবর্তে বিক্রি করে দেয় তাদের জেহাদ করাই কর্তব্য। বস্তুতঃ যারা আল্লাহর রাহে লড়াই করে এবং অতঃপর মৃত্যুবরণ করে কিংবা বিজয় অর্জন করে, আমি তাদেরকে মহাপুণ্য দান করব।
Let those fight in the cause of Allah Who sell the life of this world for the hereafter. To him who fighteth in the cause of Allah,- whether he is slain or gets victory - Soon shall We give him a reward of great (value).
(আন নিসা:
আয়াতঃ ৭৪)
3 যারা পরকালের চাইতে পার্থিব জীবনকে পছন্দ করে; আল্লাহর পথে বাধা দান করে এবং তাতে বক্রতা অন্বেষণ করে, তারা পথ ভুলে দূরে পড়ে আছে।
Those who love the life of this world more than the Hereafter, who hinder (men) from the Path of Allah and seek therein something crooked: they are astray by a long distance.
(ইব্রাহীম:
আয়াতঃ ৩)
4 এটা এ জন্যে যে, তারা পার্থিব জীবনকে পরকালের চাইতে প্রিয় মনে করেছে এবং আল্লাহ অবিশ্বাসীদেরকে পথ প্রদর্শন করেন না।
This because they love the life of this world better than the Hereafter: and Allah will not guide those who reject Faith.
(নাহল:
আয়াতঃ ১০৭)
5 কখনও না, বরং তোমরা পার্থিব জীবনকে ভালবাস
Nay, (ye men!) but ye love the fleeting life,
(আল ক্বেয়ামাহ:
আয়াতঃ ২০)
6 নিশ্চয় এরা পার্থিব জীবনকে ভালবাসে এবং এক কঠিন দিবসকে পশ্চাতে ফেলে রাখে।
As to these, they love the fleeting life, and put away behind them a Day (that will be) hard.
(আদ-দাহর:
আয়াতঃ ২৭)
7 এবং পার্থিব জীবনকে অগ্রাধিকার দিয়েছে,
And had preferred the life of this world,
(আন-নযিআ'ত:
আয়াতঃ ৩৮)
8 বস্তুতঃ তোমরা পার্থিব জীবনকে অগ্রাধিকার দাও,
Nay (behold), ye prefer the life of this world;
(আল আ'লা:
আয়াতঃ ১৬)
সার্চ / অনুসন্ধান যুক্ত শব্দঃ জীবনকে
জীবনকে কোরআন
জীবনকে কুরআন
জীবনকে+কুরআন
জীবনকে+কোরআন