কন্যা-সন্তান শব্দযুক্ত কোরআনের আয়াত।সার্চেবল কুরআন বাংলা
“বিতাড়িত শয়তান হতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে আরম্ভ করছি।”
"কন্যা-সন্তান" শব্দযুক্ত আয়াত ম্যাচ করেছেঃ ৫
নং আয়াত সূরা
1 তিনি কি পুত্র-সন্তানের স্থলে কন্যা-সন্তান পছন্দ করেছেন?
Did He (then) choose daughters rather than sons?
(আস-সাফফাত:
আয়াতঃ ১৫৩)
2 নভোমন্ডল ও ভূমন্ডলের রাজত্ব আল্লাহ তা’আলারই। তিনি যা ইচ্ছা, সৃষ্টি করেন, যাকে ইচ্ছা কন্যা-সন্তান এবং যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন।
To Allah belongs the dominion of the heavens and the earth. He creates what He wills (and plans). He bestows (children) male or female according to His Will (and Plan),
(আশ-শুরা:
আয়াতঃ ৪৯)
3 তারা রহমান আল্লাহর জন্যে যে, কন্যা-সন্তান বর্ণনা করে, যখন তাদের কাউকে তার সংবাদ দেয়া হয়, তখন তার মুখমন্ডল কালো হয়ে যায় এবং ভীষণ মনস্তাপ ভোগ করে।
When news is brought to one of them of (the birth of) what he sets up as a likeness to (Allah) Most Gracious, his face darkens, and he is filled with inward grief!
(যুখরুফ:
আয়াতঃ ১৭)
4 না তার কন্যা-সন্তান আছে আর তোমাদের আছে পুত্রসন্তান?
Or has He only daughters and ye have sons?
(আত্ব তূর:
আয়াতঃ ৩৯)
5 পুত্র-সন্তান কি তোমাদের জন্যে এবং কন্যা-সন্তান আল্লাহর জন্য?
What! for you the male sex, and for Him, the female?
(আন-নাজম:
আয়াতঃ ২১)
সার্চ / অনুসন্ধান যুক্ত শব্দঃ কন্যা-সন্তান
কন্যা-সন্তান কোরআন
কন্যা-সন্তান কুরআন
কন্যা-সন্তান+কুরআন
কন্যা-সন্তান+কোরআন