আসনে শব্দযুক্ত কোরআনের আয়াত।সার্চেবল কুরআন বাংলা
“বিতাড়িত শয়তান হতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে আরম্ভ করছি।”
"আসনে" শব্দযুক্ত আয়াত ম্যাচ করেছেঃ ৪
নং আয়াত সূরা
1 তাদের অন্তরে যে ক্রোধ ছিল, আমি তা দূর করে দেব। তারা ভাই ভাইয়ের মত সামনা-সামনি আসনে বসবে।
And We shall remove from their hearts any lurking sense of injury: (they will be) brothers (joyfully) facing each other on thrones (of dignity).
(হিজর:
আয়াতঃ ৪৭)
2 তারা এবং তাদের স্ত্রীরা উপবিষ্ট থাকবে ছায়াময় পরিবেশে আসনে হেলান দিয়ে।
They and their associates will be in groves of (cool) shade, reclining on Thrones (of dignity);
(ইয়াসীন:
আয়াতঃ ৫৬)
3 মুখোমুখি হয়ে আসনে আসীন।
Facing each other on Thrones (of Dignity):
(আস-সাফফাত:
আয়াতঃ ৪৪)
4 যোগ্য আসনে, সর্বাধিপতি সম্রাটের সান্নিধ্যে।
In an Assembly of Truth, in the Presence of a Sovereign Omnipotent.
(আল ক্বামার:
আয়াতঃ ৫৫)
সার্চ / অনুসন্ধান যুক্ত শব্দঃ আসনে
আসনে কোরআন
আসনে কুরআন
আসনে+কুরআন
আসনে+কোরআন